জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে রূপান্তর ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও উন্নয়ন পরিকল্পনার উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট লিয়াজো কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম। মিনহাজুল হকের সঞ্চালনায় কর্মশালায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ইউপি সদস্য আঃ রাজ্জাক, মহিলা মেম্বার শাহনাজ পারভিন, অন্য ইউপি সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। কর্মশালায় উন্নয়ন পরিকল্পপনা, পরিকল্পনা মেয়াদ, কৃষি ও ক্ষুদ্র সেচ, বস্তুগত অবকাঠামো, আর্থ-সামাজিক অবকাঠামো, উন্নয়ন পরিকল্পনা আইনি কাঠামো, উন্নয়ন পরিকল্পপনা সূচি ও বিষয়বস্তু, খাতওয়ারী বিভাজন, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন আন্তঃখাত, বিভিন্ন কমিটি, প্রতিষ্ঠানিক কমিটি গঠন ও উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত নয় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫