
রাঙা প্রভাত ডেস্ক।। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে “নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বিলুপ্ত করা হলো।”
এর আগে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সবার আগে থানায় সাধারণ ডায়েরি করে সে কাগজ সংরক্ষণ করতে হতো এবং পুনরায় উত্তোলনের জন্য থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে সে কাগজের প্রয়োজন হতো।