আরিফ আহমেদ মুন্না।। পৃথিবীতে মাতাপিতার পরে যার অবস্থান তিনি শিক্ষক। প্রত্যেক মানব শিশুর শিক্ষিত এবং মানুষ হয়ে ওঠার পেছনে মাতাপিতার পরে মূখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরা। অথচ অনেকে শিক্ষিত হয়েও সেই শিক্ষকদের উপযুক্ত সম্মান কিংবা কদর করতে জানে না। নৈতিক অবক্ষয়ের মহামারির এই যুগে শিক্ষকদের অসম্মান কিংবা লাঞ্ছিত করার ঘটনাও নেহাৎ কম নয়।
এমন নিদারুণ বাস্তবতায় শিক্ষকরা যখন ভীত-সন্ত্রস্ত আর হতাশ ঠিক তখনই বাবুগঞ্জে দেখা গেছে আশাজাগানিয়া এক ঐতিহাসিক চিত্র। একটি বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত সকল প্রাক্তন শিক্ষককে সম্মান জানাতে দেওয়া হচ্ছে রাজসিক এক বিদায়ী সংবর্ধনা। অনন্য ও নজিরবিহীন এ উদ্যোগটি নিয়েছে বাবুগঞ্জ উপজেলার জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অবসরপ্রাপ্ত সকল প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা ঘিরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় স্কুলের ফলক উন্মোচন এবং লাইব্রেরি ভবনের শুভ উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র রাকিবুল হাসান খান রাকিব।
রাজসিক ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ১৯ জন অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষককে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার। এরমধ্যে ৮ জন শিক্ষকের পরিবার পাচ্ছেন মরণোত্তর সংবর্ধনা। জমকালো ওই অনুষ্ঠান রাঙাতে বর্ণিল সঙ্গীত সন্ধ্যায় ঢাকা থেকে আনা হচ্ছে তারকা শিল্পীদের। তারুণ্যের ক্রেজখ্যাত জনপ্রিয় শিল্পী ঐশী এবং আশিক মাতাবেন সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও দেশের নামীদামী শিল্পীরা থাকছেন ওই অনুষ্ঠানে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসসহ গোটা এলাকায় যেন সাজ সাজ রব। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। মহতী এই আয়োজনকে অনন্য এবং অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা।
রাজসিক ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয়ের ৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র রাকিবুল হাসান খান রাকিব বলেন, 'পিতামাতার পরেই শিক্ষকদের অবস্থান। মানুষের জীবন গড়ার কারিগর শিক্ষকদের ঋণ কখনো শোধ করা যায় না। আমরা জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সকল প্রাক্তন শিক্ষকদের একটু সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষকদের অবদান কেউ যেন কখনো না ভোলে এই অনুষ্ঠান থেকে আমরা সেই বার্তা ছড়িয়ে দিতে চাই।'
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫