তেরখাদা প্রতিনিধিঃ ব্র্যাকের আয়োজনে ১০ সেপ্টেম্বর সকার ১০ টার দিকে ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট, ব্র্যাক হেলথ প্রোগ্রামের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রতিষ্ঠিত কমিউনিটি হেলথ রেসপন্ডার নেটওয়ার্কের উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এক কর্মশালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। ডাঃ মোঃ জাহিদুল ইসলাম ও ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোঃ আকাশ মাহামুদ হৃদয়'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ প্রিতম রাহুল, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মোঃ এস্কেনদার। কর্মশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যাপক আলোচনা এবং বিভিন্ন বিষয় সমূহ সনাক্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা নোট করা হয়।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫