
তেরখাদা প্রতিনিধিঃ বুধবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাৎ হোসেন দিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস, থানার ওসি (তদন্ত) কবির আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাধেশ্যাম ঘোষ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ, মুন্সী এনামুল কবির।
অপরদিকে দুপুর ১টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার আঁখি শেখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) এস এ আনোয়ার-উল-কুদ্দুসসহ সকল দপ্তরের অফিসারগণ।