প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ণ
পূর্বশত্রুতার জেরে মামা-ভাগনেকে হত্যা
রাঙা প্রভাত ডেস্ক।। দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বিচার সর্দারের ছেলে বায়েজিদ সর্দার (২০) ও হামেদ সর্দারের ছেলে আশরাফুল সর্দার (৫০)। তারা সম্পর্কে মামা-ভাগনে। তারা সর্দার গ্রুপের লোক। আর অভিযুক্তরা মন্ডল গ্রুপের লোক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সর্দার গ্রুপ ও মন্ডল গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০। মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫