রাঙা প্রভাত ডেস্ক।। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করা হয়েছে। গুরুতর আহত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাহাত হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রাহাত হোসেন সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা। রাতে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা রাহাত হোসেনকে কুপিয়ে জখম করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে বন্ধুদের সঙ্গে লাক্কাতুরা স্টেডিয়ামের পাশে আড্ডা দিচ্ছিলেন রাহাত। ওই সময় হেলমেটধারী কয়েকজন যুবক রাহাতের হাত-পায়ে কোপাতে থাকেন। রাহাত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি ভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার হয়।

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version