
মনিরুজ্জামান চৌধুরী, নড়াগাতী (কালিয়া)।। নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, নড়াগাতী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, বর্ষীয়ান নেতা, বিশিষ্ট সমাজ সেবক বদিউজ্জামান বাদশাহ মোল্লা(৭০) কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর’২৫ ) বাদ জুম্মা প্রয়াতের নিজ গ্রাম বাঐসোনা ঈদগাহ ময়দান প্রাঙ্গণে কালিয়া উপজেলার প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় কালিয়া উপজেলার ভূমি কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও নড়াগাতী থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
গার্ড অফ অনার শেষে বাঐসোনা ঈদগাহ মাঠে নামাজের জানাযা শেষে ঐতিহ্যবাহী বাঐসোনা কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বাদশাহ মোল্লা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নড়াইল জেলার যুদ্ধকালীন মুক্তিযুদ্ধে সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি গত বৃহস্পতিবার সন্ধায় নিজ বাসভবন (বাঐসোনা) মৃত্যুবরণ করেন।