
ভ্রাম্যমাণ সংবাদদাতা, ফুলতলা (খুলনা)।। – ফুলতলা উপজেলার দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বেলা ১২ টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ এক অস্ত্র বিরোধী অভিযান চালায়। এ সময় উল্লেখিত মসজিদের বারান্দার ডান পাশে লাশের খালি কফিন বক্সের উপর রাখা পুরোনো নামাজের চট ও পরিষ্কারের কাজে ব্যবহৃত সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়। ওসি মোঃ জেল্লাল হোসেন জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত শেষে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী (নং- ৫৪১, তারিখ- ১২/০৯/২৫ খ্রিঃ) করা হয়েছে।