
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা প্রতিনিধি।। দৈনিক সাতনদী পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি এসএম আলমগীর হোসেন শাকিব কে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে হুমকি ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর নগর ঘাটা জাকিরসহ তার অনুসারীদের বিরুদ্ধে ।
জানা গেছে, সম্প্রতি সাংবাদিক এসএম আলমগীর হোসেন শাকিব বিএনপি নেতা আজারুল ইসলাম মন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে একটি সংবাদ পরিবেশন করেন। এই সংবাদ প্রকাশের পর থেকেই নগর ঘাটার জাকির ও তার অনুসারীরা সাংবাদিক এসএম আলমগীর হোসেন শাকিব কে নানাভাবে চাপ দিচ্ছেন। অভিযোগ অনুযায়ী, তারা সংবাদটি মুছে ফেলার জন্য ইঙ্গিতে হুমকি দিচ্ছেন এবং শাকিবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
সাংবাদিক এসএম আলমগীর হোসেন শাকিব জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই তার পেশাগত দায়িত্ব। চাঁদাবাজির মতো একটি গুরুতর অভিযোগ জনসম্মুখে আনা একজন সাংবাদিক হিসেবে তার কর্তব্য। কিন্তু এই সংবাদ প্রকাশের পর তাকে যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন,নগর ঘাটার জাকির ও তার অনুসারীরা বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। এমনকি তাকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য পরোক্ষভাবে হুমকিও দেওয়া হচ্ছে।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন, একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগর ঘাটার জাকির ও তার অনুসারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার অনুসারীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গণমাধ্যম কর্মীরা এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সাংবাদিক এসএম আলমগীর হোসেন শাকিবের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সাথে তারা এই ধরনের হুমকির মুখেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫