রাঙা প্রভাত ডেস্ক।। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিদ্যালয় পর্যায়ে চালু হওয়া সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার এক ব্যতিক্রমী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় যশোর জেলার অভয়নগর উপজেলার বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোর পরিচালনায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০১৯ সাল থেকে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু হয়। এখানে কোনো বিক্রেতা নেই। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিলসহ শিক্ষা উপকরণ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করে এবং নির্ধারিত বাক্সে টাকা জমা দেয়। উপস্থিত সবাই একে অপরের পরিচয় সাক্ষী হয়ে লেনদেন সম্পন্ন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করছে।
বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন বলেন,
“সততা স্টোর শিক্ষার্থীদের চরিত্র গঠনে অসাধারণ ভূমিকা রাখছে। কোনো নজরদারি ছাড়াই শিক্ষার্থীরা সঠিক মূল্যে সামগ্রী কিনছে—এটাই প্রমাণ করে যে তারা সততার অনুশীলন করছে।”
বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ হানিফুর রহমান, যিনি এ কার্যক্রমের তত্ত্বাবধান করছেন, জানান—
“সততা স্টোর শিক্ষার্থীদের জীবনে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলছে। তারা শুধু বিদ্যালয়ে নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও এই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই সততা স্টোর কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
শিক্ষাবিদদের মতে, সততা স্টোর কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫