
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবনের কচিখালী সংলগ্ন ডিমেরচর সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোর পর্যটক মাহিত আব্দুল্লাহের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সমুদ্রে ভাসমান অবস্থায় কোস্টগার্ড ডুবুরি দল প্রায় ৩৫ ঘন্টা চেস্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় সমুদ্র চরে গোসলের সময় কিশোর পর্যটক মুহিত আব্দুল্লাহ স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় ৩৫ ঘন্টা পর রোববার বিকাল ৫ টা নাগাদ কোস্ট গার্ড উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহ মোংলা থানা পলিশের উপস্থিতিতে সোমবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ঢাকা থেকে ৭৫ জনের একটি পর্যটক দল সুন্দরবনে ভ্রমনে গত শুক্রবার সুন্দরবনে আসেন। শনিবার ট্যুরলঞ্চ যোগে পর্যটকরা সুন্দরবনের কচিখালী ডিমের চর এলাকায় পৌছে সমুদ্র গোসল করতে গেলে কিশোর পর্যটক মাহিত আব্দুল্লাহ সমদ্রের ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এ সময় তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরাও সৈকতে উপস্থিত ছিলেন।