জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায়  ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ আবু বকর  সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথি মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার উদ্বোধন করেন। জেলা সিটিআইটি সদস্য ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদ করিমের পরিচালনায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ মতিউর রহমান।

‎আলোচনায় বক্তারা বলেন, মানব পাচারের ফলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন কেউ দেশে ফিরে আসেন, তখন তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতে প্রয়োজনীয় সেবা প্রক্রিয়ার সাথে যুক্ত করতে সার্বিক নিশ্চয়তা প্রদান করা প্রয়োজন। এছাড়া আগামী দুই মাসের করনীয় কার্যক্রম, মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে আমাদের করনীয় এবং জনসচেতনতা মূলক সভা সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচার প্রতিরোধ খাতে  বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করতে পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায়। সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।

‎উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version