
- আশাশুনিতে নবজীবনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে নবজীবন এর বাস্তবায়নে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নভজীবন ইউকের অর্থায়নে হেলথ এ্যাওয়ারনেস, মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং এন্ড ডায়বেটিক টেস্ট ফর দ্যা পিওর এন্ড আল্ট্রা পিওর পিপল প্রজেক্টের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। নবজীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। প্রজেক্ট ম্যানেজার ওয়াছিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফোয়াদ। ক্যাম্পে মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং, ডায়বেটিক টেস্ট, ও ৬ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান বলেন, প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলায় সর্ব প্রথম কার্যক্রম শুরু হলো। আশাশুনির মানুষ নবজীবন ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে আশাশুনির কথা বললে সর্বোচ্চ ছাড় পাবে। আমরা মানুষের সেবায় পাশে থাকবো। পর্যায়ক্রমে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে হেলথ ক্যাম্প পরিচালনা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, জনকল্যাণকর কাজের মাধ্যমে আশাশুনির মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানে নবজীবনকে সাধুবাদ জানাই। এমন কাজ আরও বেশী বেশী করার জন্য তিনি নবজীবনের কর্মকর্তাদের কাছে দাবী জানান।