তেরখাদা প্রতিনিধিঃ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ এবং এক আলোচনা অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সুরাইয়া লুনা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ লিয়াকত হোসেন। কলেজের জৈষ্ঠ প্রভাষক সনৎ কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের জৈষ্ঠ প্রভাষক যথাক্রমে দিলিপ কুমার মন্ডল ও মোঃ মোরাদ হোসেন, প্রভাষক যথাক্রমে মৃধা জাহিদুল ইসলাম, মোঃ সোহেল রানা, সমীরণ অধিকারী, অনামিকা রায় ও তন্ময় ধর, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মেহরাব হোসেন ও একাদশ শ্রেণির ছাত্রী তমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধ্যার স্টিক দিয়ে বরণ করা হয়।