
রফিকুল ইসলাম রনি।। “সবার জন্য পরিবেশ, গড়বো মোরা সবুজ দেশ” এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে সপ্তাহ ব্যাপী পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। অরাজনৈতিক সেচ্ছাসেবী “সবুজ বাংলাদেশ” সংগঠনের উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বেইলী ব্রীজ স্টান্ড-লাসঘাটা সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ বাংলাদেশ সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ নূরুল হুদা পনু।
এসময়ে ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, বিশিষ্ঠ সমাজ সেবক রায়হানুদ্দিন মোঃ মাহবুব রনবীর মিয়া, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল মালেক শিকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য জসিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ইউপি সদস্য মাসুদ হাওলাদার, সংগঠনের সহ সভাপতি তপন কুমার মিত্র, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, নদী সংরক্ষণ বিষয়ক সম্পাদক স্বপন মুন্সি, স্বেচ্ছাসেবক সজিব, সফিক, শাহাদাত, বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ উদ্বোধন শেষে সংগঠনটির জেলা সভাপতি মোঃ নূরুল হুদা পনু বলেন, “বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণবৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক।
আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন সবুজ বাংলাদেশ সংগঠনের এ মহতী উদ্যোগ বাস্তবায়ন কারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বলেন, বৃক্ষরোপণের ফলে সড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে।
এ কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রজাতীর ফলজ, ঔষধি ও ফুল গাছ এবং তালের বিজ রোপণ করা হয়েছে।
আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, আগরপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বৃক্ষ রোপণ করা হয়েছে এবং পরবর্তী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।
এব্যাপারে বাবুগঞ্জ উপজেলা সফল নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফারুক আহমেদ বলেন, এ মহতী উদ্যোগ যারা হাতে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের সাধুবাদ জানাচ্ছি। দেশে যত বেশি বৃক্ষ রোপণ হবে দেশের পরিবেশ ভালো থাকবে, জলবায়ু পরিবেশের অনুকূলে থাকবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের পাশে থেকে অনুপ্রাণীত ও উৎসাহিত করার চেষ্ঠা করবো।