
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে দুর্যোগ সহনশীলতা ও অভিযোজনমূলক কার্যক্রম বিষয়ক গণসচেতনতা সৃষ্টিতে নাটক, পালাগান ও জারীগান প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট সংলগ্ন কালিগাছতলা মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইএসডিও-মুসলিম এইড এর সহযোগিতায় আইসিআরডিসিভি-২য় প্রকল্পের আয়োজনে নাট্যানুষ্ঠানে ইউপি সদস্য, WDMC ও UDMC সদস্যবৃন্দ, এলাকার প্রায় ৪০০-৪৫০ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন করেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, ইএসডিও-আইসিআরডিসিভি-২য় প্রকল্প, প্রজেক্ট অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম শান্ত, ট্রেনিং কো-অর্ডিনেটর আরিফা খানম, প্রকল্প ও কমিউনিটি ফ্যাসিলিটেটর আয়শা আক্তার, হরিদাস বর্মন ও এস কে জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সচেতনতা মুলক নাট্যনুষ্ঠানটি পর্যায়ক্রমে প্রকল্পের কর্মএলাকায় অনুষ্ঠিত হচ্ছে।