বটিয়ঘাটা অফিসঃ- খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাসভবনে বোমা হামলা ও গুলিবর্ষনের প্রতিবাদে বিকাল ৫টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম'র সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ, বিএনপি নেতা যথাক্রমে শেখ মোঃ মাসুদুজ্জামান মাসুদ, আঃ ছাত্তার আকন, জাহিদুর রহমান রাজু, আবু বকর নিরু, রুহুর মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, রাসেদ কামাল, সেলিম রেজা হাওলাদার, আরিফুজ্জামান দুদু, আঃ মান্নান, হাফিস মেম্বর, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহালদার, জাহাঙ্গীর হালদার, শিশির রায়, হান্নান মল্লিক, সাকিল হুসাইন, কানিজ ফাতেমা, রেহেনা ইসলাম, মেহেদি আর আজাদ, আজমল হোসেন লিটন, নাজমুল হোসেন, শেখ আবুল হোসেন, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান শামীম, শফিকুল ইসলাম, আঃ রব, আমিনুল ইসলাম সজীব, তরিকুল ইসলাম জুয়েল, বিশ্বজিৎ বিশ্বাস, নারায়ন, সিদ্দিক শেখ, মারুফ জমাদ্দার, হামিদ শেখ, পলাশ হালদার, সেলিম মাস্টার, অমিয় পাল, বাবুল আক্তার, মোঃ সুমন শেখ, শাহাবুদ্দিন শেখ, কবির শেখ, আলাউদ্দিন শেখ, আয়ুব আলী, আলমগীর ফরাজি, শাহিন শেখ, এনায়েত ঢালী, হোসেন শেখ প্রমূখ। বক্তৃতারা অনতিবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথ্যায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এর পূর্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫