
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শ্রীউলা সাব জোনে ৫২ তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় মহিষকুড় বিজিএম ফুটবল মাঠে খেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনের ১ম রাউন্ডের খেলায় ৮টি দল অংশ নেয়। খেলায় হাড়ীভাঙ্গা হাই স্কুল দল ৪-৩ গোলে পুইজালা হাই স্কুল দলকে পরাজিত করে। ২য় খেলায় মাড়িয়ালা হাই স্কুল দল ৪-০ গোলে কাকড়াবুনিয়া হাই স্কুল দলকে পরাজিত করে। ৩য় খেলায় কলিমাখালী মাদ্রাসা দল ২-০ গোলের ব্যবধানে গাজীপুর মাদ্রাসা দলকে পরাজিত করে। ৪র্থ ও দিনের শেষ খেলায় শ্রীউলা রহমানিয়া মাদ্রাসা দল অনুপস্থিত থাকায় শ্রীউলা হাই স্কুল দলকে উইনার ঘোষণা করা হয়। দিনের শুরুতে খেলা উদ্বোধন করেন, সাবজোন প্রধান স্রীউলা হাই স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার গাইন। এসময় মালেশিয়া প্রবাসী ব্যাংকার মাসুদুল আলম কাজল, বিএনপি নেতা মফিজুল ইসলাম, মাড়িয়ালা হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ, কাকড়াবুনিয়া স্কুলের প্রধান শিক্ষক আসাদুল হক, পুইজালা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক গৌতম সানাসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আজ দুটি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।