কালিয়া ও নড়াগাতী নিজস্ব সংবাদদাতা।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে কালিয়া উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃত্ব একত্রিত হয়ে পূজা উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দূর্গাপূজার সময় জনসমাগম নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্তব্যে বলেন, “উপজেলার প্রতিটি পূজা মন্ডবের নিরাপত্তা, সরাসরি জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের কার্যকরী তদারকি নিশ্চিত করতে আমরা প্রস্তুত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভার শেষে প্রধান অতিথি কালিয়ার বিভিন্ন পূজা মন্ডবে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। তিনি সকল পূজা মন্ডপ ও কমিটিকে দায়িত্বশীল আচরণ, নিরাপদ পরিবেশ এবং সামাজিক সচেতনতা বজায় রাখার জন্য আহ্বান জানান।
উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী পূজা উদযাপনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতিরিক্ত দায়িত্ব নিয়েছে।