মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে লেকভিউ-এর পদ্মা হলে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটিরি সদস্য সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী প্রমুখ।

তখন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, হাফিজুর রহমান খান বিটু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্দ্ধ-২০ ও জাতীয় মহিলা ফুটবল দল এশিয়া কাপ কোয়ালিফাইড, ২১ পদক ও ইয়্যুথ ভলান্টিয়ার পদক ২০২৫ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন মহাত্বা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদকপ্রাপ্ত ২০২৪, ওয়েলফেয়ার এক্সিলেন্স জাতীয় পদক প্রাপ্ত ২০২৫, এক্সিলেন্স এসিভমেন্ট জাতীয় পদক ২০২৫ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্ট’সন এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার এসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version