জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনিতে ৬৮ বোতল নেশা দ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীউলা থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়। 
থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর ১টার দিকে শ্রীউলা গ্রামের চৌধুরী ব্রিজের নীচে অভিযান চালান হয়। এসময় সেখান থেকে নেশা জাতীয় ৬৮ বোতল উইনসিরেক্স সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ কারা এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল সে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version