
রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জে গরু চুরি করে নিয়ে যাবার সময়ে ট্রাক খাদে পড়ে আটকে গেলে ট্রাক, চোরাই গরু ও ছাগল রেখে পালিয়েছে চোর চক্র। জব্দ রয়েছে চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি।
শনিবার (২০ সেপ্টেম্বর ) গভীর রাতে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় গরু চুরি করে নেয়ার পথে রাস্তা ভাংগা হওয়ায় পাশদিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে ছোট ট্রাক গাড়িটি খাদে পড়ে আটকে গেলে উপায় না পেয়ে ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাক ভর্তি গরু রেখে পালিয়ে যায় চোর চক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এর আগে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। পুলিশের নিরবচ্ছিন্ন ভূমিকার অভাবকে ধিক্কার জানিয়েছেন তারা।
এব্যাপারে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আমি ঢাকায় অবস্থান করতেছি। চুরি হওয়া গরু ও ট্রাকের ব্যাপারে আমাকে এলাকার লোকজন জানিয়েছেন, এটি একটি দুঃখ জনক ঘটনা। তবে আমার ইউনিয়নে আইন শৃঙ্খলা ব্যাপক অনিয়ম দেখে দিচ্ছে। স্থানীয় পুলিশ সদস্যরা রাতে নিয়মিত তাদের দায়িত্ব পালন করছে না। এ কারনেই এলাকায় চোর চক্র ঢোকার সাহস পাচ্ছে।
বাবুগঞ্জ থানার ওসি জানান, ঘটনার ব্যাপারে আমি জানছি। এবং ঘটনা স্থলে যেয়ে তদন্ত করে ব্যাপারটি ক্ষতিয়ে দেখা হবে।

