
নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি(খুলনা)।। কপিলমুনিতে কেন্দ্রীয় জামে মসজিদে গলায় দড়ি দিয়ে আসাদুল বিশ্বাস (২৭) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন। সে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিঢালী গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস মনু’র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন আসাদুল বিশ্বাস শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ী থেকে পিতা ও ভাইয়ের সাথে কপিলমুনি বাজারে আসেন। বাজারে এসে সাড়ে ১০ টার দিকে তার পিতাকে বলেন মসজিদে বিশ্রামে যাচ্ছি। এর পরপরই তার পিতার কাছে খবর আসে তিনি মসজিদের ২য় তলায় নির্মানাধীন মেহেরাবের বাঁশে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনায় কপিলমুনি ফাঁড়ী পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যালে পাঠিয়েছে।
মৃতের মেঝ ভাই ইদ্রিস আলী বলেন, ‘আমার ছোট ভাই গত ৬ মাস মানসিক ভারসাম্যহীন ছিলেন, মৃত্যুর আগের দিন সে পিতার হাতে কামড়ে দিয়েছিলেন।’
কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ আজগর হোসেন বলেন, ‘মৃত দেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

