
বিশেষ প্রতিনিধি।। ভোলায় নৌকায় উঠতে গিয়ে নদী পড়ে যায় ১৭ বছরের ছেলে। তাকে বাঁচাতে নদীতে নেমে স্রোতের তোড়ে হারিয়ে গেছেন মা। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে তেঁতুলিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীর নাম জেসমিন (৩৬)। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ১৭ বছরের প্রতিবন্ধী ছেলে তানজিল নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। এসময় ছেলেকে বাঁচাতে মা জেসমিন নদীতে নামলে পানির স্রোতে ডুবে যায়। আশপাশের লোকজন ছেলেকে জীবিত উদ্ধার করলেও মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

