
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার আঁখি শেখ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান,নৌবাহিনীর চীফ পেটি অফিসার মোঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্যা হুমায়ুন কবির, শেখ আজিজুর রহমান আজিবার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন ও কৃষ্ণ মেনন রায়, মডেল মজসিদের ইমাম মাওলানা তোরাব আলী,পূজা উদযাপন পরিষদ নেতা সন্তোষ কুমার বিশ্বাস, সমীর কৃষ্ণ ঢালী ও রঞ্জন রায়।


