মানিক ঘোষ, (কালীগঞ্জ) ঝিনাইদহ।। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার ফুলহরি গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে সর্বজনীন হরিতলা পূজা মন্দিরের একাধিক দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ—মনজের আলীর প্রতিমা ভাঙার দৃশ্য। পরে পুলিশ তাকে আটক করেছে।

ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে মনজের আলী মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমাগুলোর মাথা ভেঙে পানিতে ডুবিয়ে দিচ্ছে। এতে অসুর, কার্তিক, সরস্বতীসহ অন্তত ৬টি বিগ্রহ ক্ষতিগ্রস্ত হয়।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান—রাত ৪টা পর্যন্ত আমাদের লোকজন পাহারায় ছিলো। এরপর মনজের এই ভাঙচুর করেছে। সকালে এসে আমরা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পাই।”

কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস বলেন—মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। পূজা-পার্বণে সে প্রায়ই মন্দিরে আসে, খাওয়া-দাওয়া করে। তবে এবারের ঘটনা মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে, তা তদন্ত করা জরুরি।”

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন—সিসিটিভি ফুটেজ দেখে আমরা অভিযুক্তকে আটক করেছি। তদন্ত চলছে, প্রমাণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version