
নওয়াপাড়া প্রতিনিধি।। যশোরের অভয়নগরে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। নওয়াপাড়া ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগের আয়োজনে ও ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় ইনস্টিটিউট ভবনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ১০০০ রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও নাভানা গ্রুপের সহযোগিতায় আয়োজিত চিকিৎসা সেবা কেন্দ্রে ২০০ রোগীকে চশমা দেওয়া হয়েছে। ৫০ উর্ধ্ব ৯৫ জন রোগীকে ছানি ও নালী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাকি রোগীদের চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে।