দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ।। দেবহাটায় এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের ২টি স্কুলকে গ্রীন স্কুল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় ভাতশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক আজগার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা ও টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গ্রীন স্কুল হিসেবে ঘোষনা করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য জলিল, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবুল হোসেন বকুল, স্কুলের শিক্ষক এসএম আব্দুল্লাহ, শিক্ষিকা শারমিন সুলতানা ও শিক্ষিকা সেলিমা পারভিন প্রমুখ। সভায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন, বিভিন্ন প্রকারের শাক সবজি চাষসহ সবুজ প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ সাধনে প্রতিটি স্কুলকে গ্রীন স্কুল হিসেবে গড়ে তোলা এবং সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীরা যেন তাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে সেলক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানানো হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version