
রাঙা প্রভাত ডেস্ক।। রাজধানীর গণপরিবহনে যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন উদ্যোগে সকাল ও রাত মিলিয়ে চলাচলের সময় এক ঘণ্টা বাড়বে। ফলে আগামী দিনে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল আরও সহজলভ্য হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি কার্যকর হলে উত্তরা থেকে ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে এ পরিবর্তন চালু করা হবে। পরীক্ষামূলক চলাচলের সময়ও যাত্রী পরিবহন করা হবে; অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না।
এছাড়া ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের বিরতি কমে আসবে। এখন যেখানে ছয় মিনিট পরপর ট্রেন ছাড়ছে, সেখানে নতুন ব্যবস্থায় সোয়া চার মিনিট পরপর ট্রেন চলবে।
ডিএমটিসিএল-এর তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে মেট্রোরেলে যাতায়াত করে প্রায় ৪ লাখ ২০ হাজার যাত্রী। গত ৬ আগস্ট এ সংখ্যা সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জনে পৌঁছেছিল। সময় বাড়ানো ও বিরতি কমানো হলে যাত্রী পরিবহনের সংখ্যা দৈনিক পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে কর্তৃপক্ষের আশা।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫