
বরিশাল দক্ষিণ বঙ্গের দ্রুতগামী যাত্রীবাহি গাড়ি সাকুরা পরিবহন (প্রাঃ) লিঃ ননএসি সেকশনে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক প্যাসেঞ্জার গাইড (সুপারভাইজার) নিয়োগ দিচ্ছে, আগ্রহীগনদের মেইলের মাধ্যমে CV পাঠাতে হবে।
পদের নাম: প্যাসেঞ্জার গাইড (সুপারভাইজার)।
# পড়াশোনা: H.S.C / সমমান।
(সার্টিফিকেট / মার্কসিট প্রাপ্ত অবশ্যই)
# বয়স: ১৮ থেকে ৩০ বছর।
# জামানত: ৩০ হাজার (ফেরতযোগ্য)।
# বেতন: ট্রিপ ভিত্তিতে।
# শুদ্ধ ভাবে কথা বলার পারদর্শিতা থাকতে হবে।
# কোম্পানির নির্ধারিত ফর্মাল পোশাকে ডিউটি করতে হবে (বাধ্যতামুলক)।
# কোম্পানির সকল রুটে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
# ইন্টারভিউ এর সময় অবশ্যই দু- কপি পাসপোর্ট সাইজ ছবি, সিভি প্রিন্ট কপি, সার্টিফিকেট এর ফটোকপি, নিজ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।
মেইলে সিভি পাঠানোর নিয়ম:
𝐓𝐎: jobs.sakura@gmail.com
𝐒𝐮𝐛: Application for Passenger Guide.
(CV Format: PDF)
সিভি যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থীকে কল করে ইন্টারভিউ এর তারিখ জানিয়ে দিবেন কর্তৃপক্ষ।
রেফারেন্স নিয়ে আসা প্রার্থীরা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।