জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  শিক্ষা মানুষের জীবনের আলো, আর মেধা সেই আলোর প্রধান ভিত্তি। গ্রামীণ জনপদে ছড়িয়ে থাকা এই মেধাকে খুঁজে বের করা ও সম্মান জানাতে কাজ করে যাচ্ছে কুল্যা মেধা বৃত্তি সংস্থা। এরই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট সহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর)  সকাল ১০ ঘটিকায়  কুল্যা বাগান-বাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, কুল্যা মেধা বৃত্তি সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফুরের সহধর্মিণী রাবেয়া গফুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনায় অগ্রগতি আনতে কুল্যা মেধা বৃত্তি সংস্থা নিয়মিত কাজ করছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version