মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে মুখোশধারী এক দুর্বৃত্ত একে একে ৫টি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
প্রত্যক্ষ প্রমাণ হিসেবে পুরো ঘটনাই ধরা পড়েছে মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষারর্জি জানান, প্রতীমার কোনো ক্ষতি হয়নি। তবে প্রতীমার গলার ইমিটেশনের কয়েকটি গহনা নিয়ে গেছে চোর। ধারণা করা হচ্ছে, সেগুলো আসল স্বর্ণ ভেবে দুর্বৃত্ত এ ঘটনার সাথে জড়িত হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে—সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে এবং দ্রুতই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হবে।


