বিশেষ প্রতিনিধি।। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি জানান, নভেম্বর থেকে শুরু হবে নতুন পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এ সময় পর্যটকদের জন্য ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।
উপদেষ্টা আরও বলেন, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেখানে পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। সফটওয়্যারটির কাজ এখনো শেষ না হলেও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি জানান, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও সুরক্ষার জন্য একটি নতুন পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে, যা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে। এই নীতিমালা বাস্তবায়ন হলে পর্যটন খাতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা সহজ হবে।
উল্লেখ্য, এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন ভ্রমণ ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে একটি যৌথ কমিটি গঠন করেছিল। তখন সিদ্ধান্ত হয়, দ্বীপে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ বিভিন্ন বিধিনিষেধ মানতে হবে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নয় মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।

এছাড়া সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও কথা বলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, টার্মিনালটির উদ্বোধন এখনো অনিশ্চিত, কারণ সার্বিক কার্যক্রম শেষ হয়নি এবং বিদেশি নির্মাণ কোম্পানি এখনো প্রকল্পটি বুঝিয়ে দেয়নি। ফলে এর উদ্বোধনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version