অতৃপ্ত প্রেমিকের দায়

মুহাম্মদ সাঈদ

অতৃপ্তির নিষ্ঠুর শিলালিপি ঘোরলাগা কোনো ঘন সন্ধ্যায়
কালের বিষাদ লিখে নিয়তির সরাইখানায়;
আমায় বলে’নি কভু অভুক্ত প্রেমিকের দায়!

ধাবমান অশ্বের মত যে প্রেমিক তুষারঝরে লিখে যায় বৃষ্টির সাতকাহন
একমুঠো ঘুমের জন্য অপেক্ষায় থাকে ফিরতি মৌসুমের!
যার কাছে ঢের সুন্দর বিরহ নামের নান্দনিক সুখ
অপ্রাপ্তির সমস্ত উৎসব মিশে যার বিষুব রেখায়
আমায় বল’নি তারা কবি বংশে জন্মানোর দায়!

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version