
রাঙা প্রভাত ডেস্ক।। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুথি হামলা চালিয়েছে। এই ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, গুরুতর আহত দুজন ৬০ বছরের বেশি বয়সী পুরুষ। একজন মাঝারি আহত এবং বাকি ১৭ জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিকাংশের শরীরে শার্পনেলের আঘাত লেগেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার আগে শহরে সতর্ক সাইরেন বেজেছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ থেকে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ভূপাতিত করা যায়নি। ড্রোনটি শহরে আঘাত হানে এবং ভবনে আগুন ধরে যায়। সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষা ব্যর্থতার কারণ তদন্ত করছে।
অন্যদিকে, একই সময়ে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের যাত্রীবাহী বিমান জরুরি অবস্থায় রিয়াদে অবতরণ করে। উড়োজাহাজে থাকা এক ইসরায়ি যাত্রী স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রীরা শিগগিরই তেল আবিবের উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যাবেন।
ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ কিছুটা ঘনিষ্ঠ হয়েছে।

