বিশেষ প্রতিনিধি ।। পাবনার ঈশ্বরদীতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ অনিক মন্ডল (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার সংলগ্ন একটি মাজারের পাশে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত আসামী অনিক আড়ামবাড়িয়া শেখের চর এলাকার বাবু মন্ডলের ছেলে। প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে ফোর্স সহ উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার সংলগ্ন একটি মাজারের পাশে থেকে তাকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করে হয়েছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version