প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ণ
নৌকা স্থগিত, দাঁড়িপাল্লা পুনর্বহাল করে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

রাঙা প্রভাত ডেস্ক।। নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন।
তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ |
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি |
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল |
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |