
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন করতে হবে
আরিফ হোসেন : সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা গণদাবির অংশ হিসেবে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এ কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর বরিশাল-৩ বাবুগঞ্জ- মুলাদী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
মিছিলের অগ্রভাগে ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের জামায়াতের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশে অভিবাদন জানান।

শুক্রবার বিকেলের দিকে বাবুগঞ্জ সদরের কলেজ গেট এলাকায় সমাবেশ করে মিছিল শুরু হয়ে বাবুগঞ্জ বাজার বন্দর ও বাবুগঞ্জ মীরগঞ্জ সড়ক এলাকা প্রদক্ষিণ করে কলেজ গেট গিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়। এ সময় রাস্তায় জনস্রোতের কারণে সড়কে যানজট তৈরি হয়। স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, এতে প্রায় ২ হাজার মানুষ অংশ নেন।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুছ সালাম মাঝির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম অলিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, জুলুম-সন্ত্রাস বন্ধে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। এ সময় জামায়াত নেতাকর্মীরা আরও বলেন, “দমন-পীড়নের মাধ্যমে জনগণের দাবি রোধ করা যাবে না, গণআন্দোলন চলমান থাকবে। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের ৬ টি ইউনিয়নের ইউনিয়ন জামাতের সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে আসা খন্ড খন্ড মিছিলে প্রায় ২ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


