
এলিসন সুঙ, মৌলভীবাজার।। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী টহল জোরদার করেছে।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মৌলভীবাজার ক্যাম্প থেকে সেনাবাহিনীর এই আনুষ্ঠানিক টহল জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পুজা মন্ডপে যাত্রা করা হয়। শহরের কয়েকটি পুজা মন্ডপ ঘুরে শহরের বাহিরের পুজা মন্ডপগুলোতে তারা যাত্রা করেন।
সেনাবাহিনী জানায়, আসন্ন দুর্গাপুজা ২০২৫ উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলাবজায় রাখার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে ১৫ ফিল্ড রেজিমেন্টের অধিনায়কের নেতৃত্বে জেলার সকল উপজেলায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দুর্গাপুজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা টহল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

