সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ, এবং এই সময়কালে কোনো ফরজ বা নফল নামাজ আদায় করা যায় না। সূর্যোদয়ের পর প্রায় ১০-১৫ মিনিট পর্যন্ত এই নিষিদ্ধ সময় থাকে। যদি কেউ এই নিষিদ্ধ সময়ে ফজরের নামাজ পড়ে, তাহলে সেটি পুনরায় আদায় করতে হবে।
নিষিদ্ধ সময়ের কারণ
রাসুল (সা.)-এর নিষেধাজ্ঞা: হাদিসে এই তিন সময়ে নামাজ পড়া নিষেধ করা হয়েছে।
সূর্যের আলো ও রং: সূর্যোদয়ের সময় সূর্য যখন হলুদ রং ধারণ করে এবং আলো ছড়াতে থাকে, তখন নামাজ পড়া নিষিদ্ধ থাকে।
করণীয়
ফজরের নামাজ: যদি কেউ ঘুম থেকে উঠে দেখে যে সূর্যোদয় শুরু হয়ে গেছে, তাহলে তাকে অবশ্যই ফজরের নামাজ পুনরায় পড়তে হবে।
সময়কাল: সূর্যোদয় শুরু হওয়ার পর থেকে ১৫-২০ মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষেধ।
অন্যান্য নফল নামাজ: এই নিষিদ্ধ সময়ে সাধারণ নফল নামাজ আদায় করাও নিষেধ।
অতএব, সূর্যোদয়ের সময় কোনো নামাজ পড়া যাবে না এবং যদি ভুলবশত পড়েও ফেলেন, তাহলে তা আদায় করতে হবে
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫