মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।  শারদীয় দুর্গাপূজায় ভক্ত ও দর্শনার্থীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেই উদ্দেশ্যকে সামনে রেখে মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী-কালিবাড়ি সড়কের সংস্কার কাজ করালেন মেজর (অবসরপ্রাপ্ত) মোস্তফা বনি। শনিবার ওই সড়কের তিন কিলোমিটার রাস্তা তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের ব্যবস্থা করেন। প্রায় এক বছর ধরে ওই সড়কটির বিভিন্ন অংশে বড় বড় খানা-খন্দে পানি জমে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। কেউ সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় ঐতিহ্যবাহী মশিয়াহাটী আঞ্চলিক দুর্গাপুজায় দর্শনার্থীদের চলাচলের অসুবিধার কথা ভেবে তিনি সংস্কারের ব্যবস্থা করেন। এ ব্যাপারে মোস্তফা বনির সাথে আলাপকালে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জন্য কাজ করে যাচ্ছি এবং আমৃত্যু সেবা করে যাবো। তার এই উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version