
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোগাছি গ্রামের রিপন মন্ডলের পাঁচ বছরের ছেলে লামিম হোসেন ও তার মামাতো ভাই আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের সাত বছরের ছেলে আপন সকালে খালে ছিপ ফেলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়।
প্রবল স্রোতের কারণে তারা ডুবে গেলে গ্রামবাসীরা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ দুর্ঘটনায় গ্রামে নেমে এসেছে গভীর শোক। শিশুদের মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, নিস্তব্ধতায় স্তব্ধ হয়ে গেছে গ্রাম।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫