
বরিশাল অফিস।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। ধর্ম যার যার, উৎসব সবার-এই মন্ত্রে বিএনপি বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।
তিনি আরও বলেছেন-আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন, দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়; এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যদিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পরে। যেকারণে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মবোলম্বীদের সর্ববৃহত উৎসবে সর্বাত্মক নিরাপত্তা দিতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মন্দির ভিত্তিক কমিটি গঠণ করে দিয়েছি। যারা নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছেন।
সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত দশটা পর্যন্ত বরিশাল বিভাগের সবচেয়ে বেশি (১৭৪ খানা) পূজা মন্ডবের উপজেলা আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের পাকুরিতা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, গবিন্দ মন্দির সার্বজননী, বাকাল হাট, কোদালধোয়া, জলিরপাড়, পয়সারহাট সার্বজনীন দুর্গা মন্দির।
বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রীশিরা সার্বজননী, নাঘিরপাড়, আস্কর কালিবাড়ী (নতুন), আস্কর কালিবাড়ী সার্বজননী, বারপাইকা স্কুলবাড়ী সার্বজনীন, মোল্লাপাড়া, মোহনকাঠী, থানেশ্বর ও ঐচারমাঠ সার্বজননী দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান প্রতিটি দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও মন্ডপের ভক্ত-অনুরাগীদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়ে পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নিয়েছেন।
বারপাইকা স্কুলবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং মন্ডপের ভক্ত-অনুরাগীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ই্ঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান উপস্থিত সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেন।
আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শনকালে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সাথে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

