
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৪ পূজা মন্ডপে সাড়ম্বরে শারদীয়া দুর্গোৎসব পালন করা হচ্ছে। সনাতন ধর্ম বিশ্বাসীদের পাশাপাশি মুসলিম ও খ্রীষ্টান ধর্মাবলম্বী দর্শনার্থীদের পদচারনায় সব কয়টি পূজা মন্ডপে দেখা যাচ্ছে।
পুজা উদযাপন পারিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পাশাপাশি সরকারি ভাবে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিত বিভিন্ন এলকায় চলাচল, যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা দেখা যাচ্ছে। সকল মন্ডপে কমিটির তত্বাবধানে স্বেচ্ছাসেবক এবং সরকারি ভাবে নিয়োগকৃত আনসার ভিডিপি সদস্যরা নিয়মিত আইন শৃংখলা রক্ষায় ব্যস্ত রয়েছে। বিএনপি ও জামমায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতা কর্মী- সফর সঙ্গীদের নিয়ে বিভিন্ন পূজা মন্ডপে যেতে দেখা যাচ্ছে। তারা পূজা ও মন্দির কমিটির সদস্যদের সাাথে মতবিনিময় ও সার্বিক পরিবেশ নিয়ে কথা বলে নিয়মিত সহযোগিতা দিয়ে আসছেন। বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণও স্ব স্ব এলাকায় কাজ করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম বিশাল বহর নিয়ে পূজা মন্ডপে গমন ও মতবিনিময় সহ সার্বিক সহযোগিতা দিতে কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার তিনি উপজেলার প্রত্যন্ত কয়েকটি ইউনিয়নে পূজা মন্ডপে গমন করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, পুলিশী টহল জোরদার করা হয়েছে। উপজেলার পূজা মন্ডপগুলোর সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভাল আছে। সকল মন্ডপে ও সাধারণ মানুষের কাছে পুলিশের নম্বর দেওয়া আছে। যে কোন সমস্যায় মূহুর্তের মধ্যে পুলিশ ঘটনাস্থানে পৌছে যাবে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫