স্টাফ রিপোর্টার, বরিশাল।। আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেছেন-আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল। আগামী নির্বাচনের আগেতো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ প্রহন করা হয়েছে।
আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। নগরীর ঐতিহ্যবাহী শঙ্কর মঠ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেছেন-দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ মুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছেন। এ উৎসবে অপশক্তিরা ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিলো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন-পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেছেন, আমরা সবাইকে নিয়ে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালী বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেয়া হয় সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পিছনে যারা বাঁধা হবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন। এসময় আইন উপদেষ্টার সাথে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু-বৈদ্ধ-খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।