
নওয়াপাড়া অফিস।। অভয় নগরের নোয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে বোমাহামলার ঘটনায় তিন জন কর্মচারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে গতকাল বুধবার রাত সাড়ে ৭টায়। একই সময় ফেরিঘাট এলাকায় এল তরফদার ট্রেডার্স এর সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জিয়াউর রহমান বিশ্বাস জানান,রাত সাড়ে ৬টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ২টি বোমা হামলা চালায়। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাহিরে বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে তার তিন কর্মচারী আহত হয়। আহতরা হলেন, মাসুম (৩২),শাওন( ৩০) ও জাহাঙ্গীর (২৮)। এরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। বোমা হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের কাচের জানালা ভেঙ্গে যায় ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


