
রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিরামপুর উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ। মহানবমীতে বুধবার রাতে ঐতিহ্যবাহী মশিয়াহাটী সর্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করে অভ্যর্থনা মঞ্চে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাবু দেবাশীষ দাস, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ সভাপতি এ্যাড. মকবুল হোসন, যুগ্ম আহবায়ক নাজমুল হক লিটন, সাংগাঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মনিরামপুর পৌর বিএনপির সহ সভাপতি সন্তোষ স্বর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা অলোক দে, ঢাকা জজ কোর্টের পিপি শামসুজ্জামান দিপু, মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্য়ক মিজানুর রহমান মিজান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে কুলটিয়া, হরিদাসকাটি ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

