
নওয়াপাড়া অফিস।। যশোরের অভয়নগরের হিদিয়ার ইছামতি নদীতে বৃহস্পতিবার(২ অক্টোবর) গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ছোট বড় ২২টি নৌকা অংশ গ্রহণ করে। এর মধ্যে জাকির হোসেনের বড় নৌকা প্রথম স্থান অধিকার করে। ২য় স্থানে ছিল সাধন বিশ্বাসের নৌকা। যৌথভাবে ৩য় স্থান অধিকার করে রিপন ও বলাইয়ের নৌকা। ছোট নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে তরিকুলের নৌকা। ২য় স্থানে ছিল জিরানের নৌকা। ৩য় স্থানে ছিল বিজয়ের নৌকা।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা ফরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা। আয়োজন কমিটিতে ছিলেন বিএনপি নেতা মশিয়ার রহমান,শরিফুল ইসলাম,আজিজ বিশ্বাস,নাসির বিশ্বাস ও জগদীশ বিশ্বাস।
এই নৌকা বাইচ দেখতে আাসা হাজার হাজার নারী পুরুষ দর্শক নদীর দু ধারে সমবেত হন। কেউ কেউ ছোট ছোট নৌযান নিয়ে নৌকা বাইচ দেখতে নদীতে সকাল থেকে অবস্থান নেন। নৌকা বাইচের সাথে সাথে জারী গানের দল গান ও নাচের নৈপুণ্য দেখান। উপস্থিত দর্শকরা মেতে ওঠে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫