
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পূজা মন্ডপে তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে খাজরার পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (৪৫) পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। মন্ডপে ডেকরেটরের কাজে সে শ্রমিক হিসাবে কাজ করছিলেন। ঘটনার সময় ডেকরেশনের মালামাল খুলছিলেন। অসতর্কতাবশতঃ বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হলে তিনি তারসহ ছিটকে পড়েন। এসময় পাশের লোকজন তাকে মাটিতে ফেলে শরীরে ডলাডলি-ম্যাসেজ করে রক্ত চলাচলে চেষ্টা করেন। কিন্তু তাকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থানে ছিলেন। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু ঘটনার সত্যতা শিকার করে জানান, পুলিশ ঘটনাস্থানে এসেছে। মর্মান্তিক মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫